Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল, শাহজাদপুর এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


নিরাপদ পানি সরবরাহ

নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমঃ

  1. পৌর এলাকার জনগনের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে পৌর এলাকার প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহন সাপেক্ষে উৎপাদক নলকূপ, ওভারহেডেড ট্যাংক, আয়রন রিমোভাল প্লান্ট, পাইপ লাইন ও পানির অন্যান্য অবকাঠামো নির্মান।
  2. গ্রামীন জনগনের সূপেয় পানির চাহিদা পূরনের লক্ষে প্রতি বছর এডিপি ও রাজস্ব বরাদ্দ হতে সমগ্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ধরনের পানির উৎস যেমনঃ গভীর নলকূপ, অগভীর নলকূপ, তারা নলকূপ, রিংওয়েল, বৃষ্টির পানি সংরক্ষনাগার ইত্যাদি স্থাপন।
  3. পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম বাস্তবায়ন করে গ্রামীন জনগনের সূপেয় পানির চাহিদা পূরণ।
  4. পানির উৎসসমূহ স্থাপনের পর মেরামত ও রক্ষনাবেক্ষনের জন্য তত্ত্বাবধায়কদের প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন।
  5. দপ্তরীয় দক্ষ জনবল দ্বারা সাময়িকভাবে অচল পানির উৎস মেরামত করে সচল করা।
  6. ফিল্ড কিটস এর মাধ্যমে প্রাথমিকভাবে বিনামূল্যে পানির বিভিন্ন উৎসে বিদ্যমান আর্সেনিকসহ বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করণ।
  7. পানির উৎসসমূহ স্থাপনে জনসাধারণকে কারিগরি পরামর্শ প্রদান।